Wednesday, July 4, 2012

রাজনীতি


রাবি ছাত্র নিহতের মামলায়
ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পদ্মা সেতুর নামে চাঁদা তোলা বন্ধে নির্দেশ রাবি কর্তৃপক্ষের
বিডিনিউজঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আব্দুল্লাহ আল হাসান সোহেল নিহতের মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে গ্রেপ্তার আশরাফুজ্জামান সোহেল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি। তিনি প্রাণিবিজ্ঞান বিভাগের øাতকোত্তর পর্বের ছাত্র। ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল হত্যার ঘটনায় সোমবার রাতে মতিহার থানায় একটি মামলা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো মোহাম্মদ নোমান। থানার এএসআই শাহজাহান জানান, ১৪ জনকে আসামি করে মোহাম্মদ নোমান এই মামলা করেন।
এদিকে রোববার রাতের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ সোমবার দুজনকে বহিষ্কার করেছে। তারা হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি আখেরুজ্জামান তাকিম এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন। মোহাম্মদ নোমান যে হত্যামামলা দায়ের করেছেন, তাতে সাংগঠনিক সম্পাদক তুহিনও আসামি। তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে ১৪ আসামির বিরুদ্ধে।
পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদের অনুসারী তুহিন এবং সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর অনুসারী তাকিমের মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে। এতে গুলিবিদ্ধ হন আব্দুলাহ আল হাসান সোহেল। সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই সংঘর্ষ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আব্দুল্লাহ আল হাসান সোহেলকে মঙ্গলবার সকাল ৯টায় রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়ায় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সোহেল হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মৌন মিছিল করে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক সমাজ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকারের নেতৃত্বে শতাধিক শিক্ষক এই মৌন মিছিলে অংশ নেন। মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে হত্যাকাণ্ডের বিচার উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।
এদিকে পদ্মা সেতুর জন্য ছাত্রলীগের তহবিল সংগ্রহ অভিযান ঘটা করে উদ্বোধন হলেও সংঘর্ষে এক ছাত্র নিহতের পর তা বন্ধ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার পরআমরাই নির্মাণ করব পদ্মা সেতুস্লোগানে গত ১২ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁদা তোলা শুরু করেছিল ছাত্রলীগ। পাঁচশ টাকা চাঁদা দিয়ে ওই কর্মসূচি শুরু করেছিলেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। তবে গত রোববার রাতে যে সংঘর্ষে এক ছাত্র মারা যায়, তার সূত্রপাত ওই অর্থ নিয়ে বলে ছাত্রলীগেরই কয়েকজন নেতা জানিয়েছেন।


পদ্মা সেতুর কাজ শুরু না
হতেই চাঁদাবাজি শুরু হয়ে
গেছে- ফখরুল
সরকার নাবালক শিশুর মতো দেশ পরিচালনা করছে
আগামীকাল ডেস্কঃ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার নামেচাঁদাবাজিশুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সেতু নির্মাণের কোনো ডিজাইন নেই, কারা করবে, কত টাকা দরকার হবে, এসব ঠিক করা হয়নি। অথচ চাঁদা তোলা শুরু হয়ে গেছে। দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চাঁদাবাজি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের একজন নিহত হয়েছে।
মির্জা ফখরুল আবারও অভিযোগ করেছেন, সরকার নির্বাচনী তহবিল সংগ্রহ করার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার কথা বলছে। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য টাকা দরকার। বড় প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন টাকা আসবে কোত্থেকে? সে জন্য সরকার জনগণের পকেট কেটে টাকা নেওয়ার ফন্দিফিকির শুরু করেছে।
সরকার নাবালক শিশুর মতো দেশ পরিচালনা করছে-মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে কোনো সরকার নেই। সরকার থাকলে পদ্মা সেতুর মতো ঘটনা ঘটতে পারে না। দুর্নীতির কারণে পদ্মা সেতুর চুক্তি বাতিলের পর সরকার যেসব কথা বলছে, তাতে আরও প্রমাণিত হচ্ছে, সরকার অপদার্থ অযোগ্য। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে ফখরুল বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে তুঘলকি কারবারের চেয়েও ভয়াবহ অবস্থা ধারণ করেছে। বাংলাদেশ মঞ্চ নামের একটি সংগঠনবিপন্ন গণতন্ত্র, স্বৈরতন্ত্র, সাংস্কৃতিক অবক্ষয়: রুখে দাঁড়াবার এখনই সময়শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।


পদ্মা সেতু নিয়ে
চাঁদাবাজিরপ্রতিবাদে
বিএনপির বিক্ষোভ
বিডিনিউজঃ পদ্মা সেতু প্রকল্পেদুর্নীতিএবং নিজস্ব অর্থায়নের নামে সরকারেরচাঁদাবাজিরপ্রতিবাদে সারাদেশে মহানগর জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ২২ জুলাই কর্মসূচি পালন করা হবে বলে মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায় রাখতে সরকারের প্রতি দাবি জানানো হয়। সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।


যারা পদ্মাসেতুর নামে চাঁদা
তুলছে তারা সবাই চাঁদাবাজ
তাদের পেটানো উচিৎ
------------------অর্থমন্ত্রী
বিডিনিউজঃ পদ্মা সেতুর নামে যারাচাঁদাতুলছে তাদের পেটানো উচিৎ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “পদ্মা সেতুর জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত অর্থ সংগ্রহের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। কাউকে চাঁদা তোলার দায়িত্বও দেওয়া হয়নি। যারা সেতুর নামে চাঁদা তুলছে তারা সবাই চাঁদাবাজ। তাদের পেটানো উচিৎ।
পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর দুই অনুসারীর মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে দুটি ছাত্রাবাসে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুলাহ আল হাসান সোহেল নামের এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মঙ্গলবার বিভিন্নœ জাতীয় দৈনিকে সোহেলের মৃত্যুর খবর প্রকাশিত হয়। ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “কেউই চাঁদা তুলতে পারবে না।প্রধানমন্ত্রী নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ার পর দেশের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা (সরকার) এখন পর্যন্ত দুটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মানুষ টাকা দিতে পারবে।


গাজীপুরের উপনির্বাচনেও
যাবে না বিএনপি
বিডিনিউজঃ বর্তমান সরকারের অধীনে গাজীপুরের উপনির্বাচনসহ কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সরকারদলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর গাজীপুর- (কাপাসিয়া) আসনে উপনির্বাচনেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর নির্বাচনী প্রস্তুতির মধ্যেই এই সিদ্ধান্ত এল। বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি এই সরকারের অধীনে উপনির্বাচনসহ আর কোনো নির্বাচনে অংশ নেবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গাজীপুর- আসনের উপনির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। দলের কেউ এতে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহও ছিলেন।


বিদ্যুতের দাম আবারো
বাড়ালে আন্দোলন
----------বিএনপি
বিডিনিউজঃ বিদ্যুতের দাম আবারও বাড়ানো হলে এর বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার এক প্রতীকী অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার বিদ্যুতের দাম আবারো বৃদ্ধির পাঁয়তারা করছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে সরকারের লোকজন হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে।আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আবার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব”, যোগ করেন তিনি।